ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় কালকিলিয়ার হাবলেহ গ্রামের মালাক হুমাইদান নামে ২৪ বছর বয়সী এক তরুণী অনন্য রেকর্ড গড়েছেন। তিনি টানা ৫ ঘণ্টা তেলাওয়াত করে পুরো কোরআন খতম করেছেন।
তার সঙ্গে মোট ৪১ জন শিক্ষার্থী কোরআন হেফজ করার ক্লাসে ভর্তি হন। তাদের মধ্যে তিনি সর্বপ্রথম কোরআন হেফজ করার নজির গড়েন।
সংবাদমাধ্যম আল জাজিরাকে হুমাইদান বলেন, আমি যখন কুরআন শেষ করেছি তখন আমার অনুভূতি বর্ণনা করার কোনো শব্দ নেই। ২৫ পারায় গিয়ে আমি অশ্রুসিক্ত হয়ে পড়েছিলাম, আমি যা অর্জন করেছি তা দেখে অভিভূত হয়েছিলাম।
দৃষ্টি প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজের ওপর বিশ্বাস এবং ইচ্ছাশক্তির কারণে হুমাইদান কোনো অসুবিধার মুখোমুখি হননি। তিনি বলেন, সৃষ্টিকর্তা আমার জন্য পথ সহজ করে দিয়েছেন।
তার এমন সাফল্যে বাবা-মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে হুমাইদান বলেন, তারা ধারাবাহিক উত্সাহ এবং সমর্থন দিয়েছিলেন। যখনই আমি হাল ছেড়ে দিতে চাইতাম, আমার বাবা আমাকে অধ্যবসায়ের গুরুত্বের কথা মনে করিয়ে দিতেন এবং এই যাত্রা চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন।
যারা কোরআন মুখস্থ করার চেষ্টা করছেন তাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিদিন একটি আয়াত মুখস্থ করুন এবং পরদিন এটিতে আরেকটি আয়াত যোগ করুন, এভাবে সম্পূর্ণ কোরআন মুখস্ত করতে সহজ হবে।’
thebgbd.com/NIT