অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত আটজন শ্রমিকের। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। কী কারণে বিস্ফোরণটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, বাজি কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আগুন মুহূর্তে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুড়ে যায়।
বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল যে কারখানার দেওয়াল ধসে পড়ে ৷ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ'জনের ৷ বাকি দু'জনের মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৷ আনাকাপল্লি জেলায় কৈলাসা শহরের কোটাভুতলা মণ্ডল এলাকায় ছিল ওই বাজি তৈরির কারখানাটি ৷
নিহত ও আহতদের অধিকাংশই পূর্ব গোদাবরী জেলার সমরলাকোটার বাসিন্দা ৷ রকেট বাজি বানানোর জন্য ওই কারখানাটি বিখ্যাত ৷ বিয়ের মরশুমে বাজির চাহিদা বেড়ে যায় ৷ তাই কারখানাটিতে অনেকেই কাজ করতেন ৷ আহতদের সঙ্গে সঙ্গে নরসিপতনম হাসপাতালে পাঠানো হয়৷
ওই বাজি কারখানাটি সরকারি অনুমোদনপ্রাপ্ত নাকি অবৈধ ভাবে চলছিল, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি পুলিশ। দুর্ঘটনায় আহতদের বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন অন্ধ্রপ্রদেশের পুলিশমন্ত্রী ভি অনিতা। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।
বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। দুর্ঘটনার কারণ বিশদ তদন্ত করে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আনাকপল্লির পুলিশ সুপার তুহিন সিংহ জানিয়েছেন, নিহত প্রত্যেকে দুর্ঘটনার সময়ে ওই বাজি কারখানায় কাজ করছিলেন।
সূত্র: পিটিআই
এসজেড