ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ হতে পারে বাংলাদেশেও

চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে যদি আয়োজিত হয়, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই মডেলের অংশ হতে চায়।
  • | ০৩ ডিসেম্বর, ২০২৪
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ হতে পারে বাংলাদেশেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়।

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে জটিলতা এখনো কাটেনি। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুইটি শর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আইসিসির সাম্প্রতিক অনলাইন সভায় কী আলোচনা হয়েছে, সে সম্পর্কেও পরিষ্কার কোনো তথ্য মেলেনি।


এই ধোঁয়াশার অবসান হতে পারে আগামী ৫ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায়। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করতে পিসিবি ও বিসিসিআইকে ২৯ নভেম্বরের অনলাইন সভায় ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও দুই বোর্ড কোনো সিদ্ধান্তে পৌঁছেছে কি না, তা স্পষ্ট নয়।


এর মধ্যেই উঠে এসেছে নতুন তথ্য। যদি চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে যদি আয়োজিত হয়, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই মডেলের অংশ হতে চায়। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তারা ভারতের ম্যাচগুলো ঢাকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বিসিবির এক কর্মকর্তা মন্তব্য করেন, চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ যদি আমরা আনতে পারি, সেটা হবে আমাদের জন্য দারুণ সুযোগ।


পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের ফোনালাপেও বিষয়টি উঠে এসেছে। নাকভি, বাংলাদেশের সমর্থন চাইলে ফারুক আহমেদ ভারতের ম্যাচ ঢাকায় আয়োজনের আগ্রহের কথা জানান। যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি না হলেও ফারুক ইঙ্গিত দিয়েছেন যে বিসিবি ইতিবাচক অবস্থানে রয়েছে। এদিকে, ৫ ডিসেম্বরের সভায় অংশ নিতে আজই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বিসিবি সভাপতির।


তবে ভারতের ম্যাচ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব নিয়ে নতুন আলোচনা হলেও বাস্তবায়ন কঠিন বলে মনে করা হচ্ছে। ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের শীতলতায় ভারতের বাংলাদেশে ম্যাচ খেলার সম্ভাবনা ক্ষীণ। ভারত বরং সংযুক্ত আরব আমিরাতে খেলার দিকে বেশি আগ্রহী।


পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, পিসিবি হাইব্রিড মডেলের শর্ত হিসেবে দুইটি দাবি জানিয়েছে। প্রথমত, আইসিসির রাজস্ব থেকে পিসিবির অংশ বাড়ানো এবং দ্বিতীয়ত, ২০৩১ সাল পর্যন্ত ভারতের আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টগুলোও হাইব্রিড মডেলে আয়োজন করা।


৫ ডিসেম্বরের সভায় বিসিসিআই ও পিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতেই চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ নির্ধারিত হবে।


thebgbd.com/NIT