রাষ্ট্রপতি ইউন সুক ইওল কর্তৃক প্রত্যাহার না করা পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এই তথ্য জানিয়েছে। যদিও দেশটির সংসদ রাষ্ট্রপতির সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দিয়েছে।
দেশটিতে সংসদ ভবনের সামনে নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভাঙা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার বলেছেন, দক্ষিণ কোরিয়ার সেনারা পার্লামেন্ট ভবন ছেড়ে চলে যাচ্ছে, এমন তথ্য জানিয়েছে ইয়োনহাপ নিউজ এজেন্সি। রাষ্ট্রপতির সামরিক আইন জারি করার পরপরই সেনারা সংসদ ভবনে প্রবেশ করে।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ভাষণে ইউন সুক-ইওল বলেন, ‘উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি। ধ্বংসাত্মক, রাষ্ট্রবিরোধী কার্যক্রম কারণে জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি অনিবার্য ব্যবস্থা।’
পরে সামরিক আইন ঘোষণার রাষ্ট্রপতির পদক্ষেপে না ভোট দেয় দক্ষিণ কোরিয়ার সংসদ। জাতীয় পরিষদের সামনে বিক্ষোভকারীরা সামরিক আইনের বিরোধিতা করে স্লোগান দিচ্ছে। স্বৈরাচারের পতন দাবি করেও স্লোগান শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ডজন টহল পুলিশের গাড়ি এবং দাঙ্গা পুলিশের বাস দেখা যায় সেখানে।
এসজেড