ঢাকা | বঙ্গাব্দ

গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী পবিত্র জয়রামের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।
  • | ১২ মে, ২০২৪
গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু ফাইল ছবি

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী পবিত্র জয়রামের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। তেলেগু টেলিভিশন ধারাবাহিক 'ত্রিনয়নী'-তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।


ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববার (১২ মে) অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই অভিনেত্রীর।


পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী পবিত্র জয়রামের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। ঠিক তখনই হায়দরাবাদ থেকে বনপারথিগামী একটা বাস ডান দিক থেকে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে সজোরে। দুর্ঘটনায় পবিত্র গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান।


সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পবিত্র জয়রাম তার গাড়িতে কর্ণাটকের দিকে আসছিলেন। এরপর হায়দরাবাদ থেকে ওয়ানাপার্টির দিকে আসা একটি বাসের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি কর্নাটকের মান্ডা জেলার হানাকেরের কাছে ঘটেছিল। যেখানে অভিনেত্রী ঘটনাস্থলেই মারা যান, তার চাচাত বোন অপেক্ষা, অভিনেতা চন্দ্রকান্ত এবং ড্রাইভার শ্রীকান্ত গুরুতর আহত হন।


এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পবিত্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সহ অভিনেতা সমীপ আচার্য। তিনি এ খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই মাত্র খবরটা শুনলাম, যে আপনি আর নেই।


এটা সত্যিই অবিশ্বাস্য। আমার প্রথম অন-স্ক্রিন মা আপনি, আপনি সবসময়ই আমার কাছে বিশেষ একজন হয়ে থাকবেন। আরও অনেকেই পবিত্রার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।


৩৫ বছর বয়সী অভিনেত্রী পবিত্র জয়রাম জনপ্রিয় হয়েছিলেন টেলিভিশন সিরিয়াল 'ত্রিনয়নী' দিয়ে। অনুষ্ঠানটি কন্নড় ভাষায় ডাব করা হয়েছিল এবং জি কন্নড়-এ সম্প্রচারিত হয়েছিল। এর আগে তিনি জোকালি, রোবো ফ্যামিলি, রাধারমন, নীলির মতো শোতে কাজ করেছেন।