এখন থেকে বিসিএস পরীক্ষার আবেদন ফি হবে ২০০ টাকা। আর প্রতিবন্ধীদের জন্য কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সচিব কমিটির বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। এছাড়া জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।
তিনি আরও বলেন, এখন থেকে বিসিএস পরীক্ষার ভাইভা হবে ১০০ মার্কে। ফলে আগে বিসিএস পরীক্ষা হতো ১১০০ মার্কে। এখন হবে ১০০০ মার্কে।
মোখলেস উর রহমান আরও বলেন, এছাড়া সরকারি, আধা সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানের পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে অর্থ মন্ত্রণালয় থেকে।
thebgbd.com/NIT