ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন।
  • | ০৫ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ কিম ইয়ং-হিউন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বুধবার (৪ ডিসেম্বর) পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সৌদি আরবে দেশটির রাষ্ট্রদূত চোই বায়ুং-হিউককে নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন ইওল বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাবেক সেনা জেনারেল চোই-এর মনোনয়ন নিশ্চিত করেছে বলে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে। ইয়োনহাপ আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন।


মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানায়। প্রধান স্টাফ চুং জিন-সুকের নেতৃত্বে সিনিয়র কর্মকর্তারা এক বৈঠকে সর্বসম্মতভাবে এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে দেশটিতে সামরিক আইন জারি করেন ইউন সুক-ইওল। যদিও পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির বাসিন্দাদের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথা জানান। তবে এ নিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।


এসজেড