ঢাকা | বঙ্গাব্দ

৭২-এর সংবিধান কবর দেওয়া মোটেও ঠিক হবে না: ব্যারিস্টার খোকন

৭২-এর সংবিধান কবর দেয়া মোটেও ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মাহবুব উদ্দিন খোকন।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২৪
৭২-এর সংবিধান কবর দেওয়া মোটেও ঠিক হবে না: ব্যারিস্টার খোকন ছবি : সংগৃহীত।

৭২-এর সংবিধান প্রথম সংবিধান, এই সংবিধানকে কবর দেয়া মোটেও ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ৭২-এর সংবিধানে ৫২-এর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সবই আছে।


আজ সোমবার (৩০ ডিসেম্বর) হাইকোর্টে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  


তিনি বলেন, সময়ের সাথে যুগের সাথে সংবিধান সবসময় পরিবর্তনশীল, এটা খারাপ প্র্যাকটিস। এভাবে চলতে থাকলে যে সরকার আসবে সেই সরকাই সংবিধান পরিবর্তন করবে।


তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, গুম, হত্যা, পাচার—এই প্রক্লেমেশন হলে ঐক্যে ফাটল ধরতে পারে, সাংবিধানিক সংকট সৃষ্টি হবে।


thebgbd.com/NA