ঢাকা | বঙ্গাব্দ

১৮ কেজির কোরাল বিক্রি হলো ২০ হাজারে

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে এলে মাছটি কিনে নেন ব্যবসায়ী খলিল খান।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ডিসেম্বর, ২০২৪
১৮ কেজির কোরাল বিক্রি হলো ২০ হাজারে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজির কোরাল মাছ।

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়া ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।


শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রির জন্য নিয়ে এলে মাছটি কিনে নেন ব্যবসায়ী খলিল খান। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।


এর আগে ভোরে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় জালাল মাঝি (৩৬) নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।


জালাল মাঝি বলেন, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার ট্রলার নিয়ে গভীর সাগরে যাই। পরে শুক্রবার ভোরে বলেশ্বর নদীর সাগর মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে কোড়াল মাছটি ধরা পড়ে। মাছটি সুস্বাদু হওয়ায় এবং চাহিদা থাকায় বেশি দামে বিক্রি করেছি।


মাছটির ক্রেতা খলিল মাঝি বলেন, আমি দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করি। বড় কোরাল সবসময় পাওয়া যায় না। মাছটি দেখে আমার পছন্দ হয়েছে। তাই জেলের চাহিদা অনুযায়ী ১১০০ টাকা কেজি দরে মাছটি ডাকের মাধ্যমে কিনেছি। আশা করি ভালো দামে বিক্রি করতে পারব।


কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুর মানসিক বিকাশে কোরাল মাছ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনায় জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ ধরা পড়ে।


thebgbd.com/NIT