ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মাত্রা প্রতিদিনই বাড়ছে : শিবির সভাপতি

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মাত্রা প্রতিদিনই গতিশীল হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ০৭ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মাত্রা প্রতিদিনই বাড়ছে : শিবির সভাপতি ছবি : সংগৃহীত।

বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মাত্রা প্রতিদিনই গতিশীল হচ্ছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় যাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। 


‘ফ্রেমেবন্দি ৩৬ জুলাই: অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ছাত্রশিবির। সেমিনারে উপস্থিত বক্তারা আন্দোলনের সময় পতিত ফ্যাসিবাদ সরকারের বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন।


এসময় শিবির সভাপতি আরও বলেন, অন্তবর্তী সরকারের অনেকেই জুলাই বিপ্লবের আদর্শ এখনো ধারণ করে না। এজন্য এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে বিচারের বাইরে।


thebgbd.com/NA