ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিকদের ছাঁটাইয়ে হাসনাতের সংশ্লিষ্টতা নেই: সময় টিভি

সময় টেলিভিশন জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচজন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিকদের ছাঁটাইয়ে হাসনাতের সংশ্লিষ্টতা নেই: সময় টিভি সংগৃহীত

সময় টেলিভিশন জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচজন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই সিদ্ধান্তের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানত আবদুল্লাহ বা অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা নেই।


বিবৃতিতে বলা হয়, সময় টেলিভিশন দেশ ও প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত কাউকে প্রতিষ্ঠানে বহাল রাখবে না। এই নীতির আওতায় কর্মীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, জুলাই বিপ্লবের আগে সময় টেলিভিশনের পরিচালনায় সিটি গ্রুপের কোনো ভূমিকা ছিল না। তবে সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং বিনিয়োগকারী হিসেবে সবসময় পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধাশীল।


জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় কিছু ঘটনার কারণে সিটি গ্রুপের অংশীপ্রতিষ্ঠান বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ৫ আগস্টের পর সিটি গ্রুপ অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনার দায়িত্ব নেয়, যা উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়। এরপর সময় টেলিভিশনের পরিচালনা বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় যে প্রতিষ্ঠান ও দেশের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত কাউকে প্রতিষ্ঠানে রাখা হবে না।


বিবৃতিতে হাসানত আবদুল্লাহর সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়। তবে সেখানে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বা কর্মী ছাঁটাই নিয়ে কোনো আলোচনা হয়নি।


সময় টেলিভিশন জানায়, প্রতিষ্ঠান পরিচালনায় কোনো রাজনৈতিক দল বা সংগঠনের প্রভাব নেই। পরিচালনা বোর্ড তার নীতিমালা অনুযায়ী কাজ করছে এবং কর্মীদের স্বার্থ ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


thebgbd.com/NIT