ঢাকা | বঙ্গাব্দ

রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা৷
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর, ২০২৪
রাবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবি : সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা৷ আজ রাত সাড়ে ৮ টার দিকে ক্যাম্পাসের জোহা চত্বর থেকে মিছিল বের করেন তারা৷ মিছিলটি আবাসিক হলসমূহ ঘুরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জোহা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে পোষ্য কোটা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। 


সমাবেশে বক্তারা বলেন, পোষ্য কোটার ফলে মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না৷ জুলাই বিপ্লব হয়েছে কোটার বিরুদ্ধে৷ যার মাধ্যমে একটা সরকারের পতন ঘটে। বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না৷ এর জন্য যদি আবারও রাস্তায় নামতে হয় তাহলে শিক্ষার্থীরা প্রস্তুত। এখনও যদি প্রশাসন শিক্ষার্থীদের মেন্ডেটের বাহিরে যায় তাহলে তাদের চেয়ার থাকবে না।


এছাড়া আগামীকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল কার্ড প্রদর্শন করে কোটার বহাল রাখার প্রতিবাদ জানানোর ঘোষণা দেয়৷


thebgbd.com/NA