সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিদ্রোহী গোষ্ঠী থেকে একের পর এক ঘোষণা আসছে। তবে সবচেয়ে গুরুপূর্ণ ঘোষণাটি হলো, আপাতত শহরের প্রশাসনিক সব কার্যালয়গুলো দেশটির প্রধানন্ত্রী গাজি আল জালালির নিয়ন্ত্রণেই থাকবে।
যেহেতু প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর সামনে এসেছে, সিরিয়ার পরিস্থিতি এখনও বেশ ঘোলাটে। যার প্রেক্ষিতে দেশটির নিয়ন্ত্রণ হাতে নেওয়া বিদ্রোহী বাহিনী বেশ কিছু নতুন ঘোষণা দিয়ে চলেছে।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা আবু মোহাম্মদ আল-জোলানি টেলিগ্রামে ঘোষণা করেছেন, শহরে অবস্থিত সামরিক বাহিনী বা নিরাপত্তা বাহিনীর কোনও সদস্য দামেস্কের ‘পাবলিক প্রতিষ্ঠান’গুলোর কাছে যেতে পারবে না। ওইসব প্রতিষ্ঠান বা কার্যালয় থেকে তাদের অবিলম্বে সড়ে যেতেও বলা হয়েছে। তিনি আরও যোগ করেছেন, এই প্রতিষ্ঠানগুলি ‘আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে’।
সূত্র: বিবিসি
এসজেড