ঢাকা | বঙ্গাব্দ

দামেস্ক নিরাপদ : বিরোধী নেতা বাহরা

বিরোধী দলগুলোর জাতীয় জোটের নেতৃত্ব দানকারি বাহরা জনগণের কাছে জোর দিয়েছেন যে দামেস্কের পরিস্থিতি নিরাপদ রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৪
দামেস্ক নিরাপদ : বিরোধী নেতা বাহরা হাদি আল-বাহরা

সিরিয়ার বিরোধীদলীয় নেতা হাদি আল-বাহরা বলেছেন, আসাদ সরকারের পতন হয়েছে এবং ‘সিরিয়ার ইতিহাসে একটি অন্ধকার যুগ কেটে গেছে’। আরবি সংবাদ সংস্থা আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সিরিয়ার বিপ্লব ও বিরোধী দলগুলোর জাতীয় জোটের নেতৃত্ব দানকারি বাহরা জনগণের কাছে জোর দিয়েছেন যে দামেস্কের পরিস্থিতি নিরাপদ রয়েছে। 


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর এক বার্তায় বাহরা লিখেছেন, ‘সব সম্প্রদায় এবং ধর্মের অধিবাসিদের বলছি, যতক্ষণ না আপনি অন্য কোনও নাগরিকের বিরুদ্ধে অস্ত্র না তুলছেন এবং যতক্ষণ আপনি আপনার বাড়িতে থাকবেন, ততক্ষণ আপনি নিরাপদ থাকবেন,’।


তিনি আরও লিখেছেন, ‘ কারও ওপরে কোনও ধরনের প্রতিশোধ নেওয়া হবে না বা প্রতিশোধ মূলক কোনও মামলা হবে না এবং কোনও মানবাধিকার লঙ্ঘন হবে না। জনগণের মর্যাদাকে সম্মান করা হবে এবং তাদের মর্যাদা রক্ষা করা হবে।’


সূত্র: বিবিসি


এসজেড