ঢাকা | বঙ্গাব্দ

কেজিতে ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ ডিসেম্বর, ২০২৪
কেজিতে ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম ফাইল ছবি

প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারন করেছে বাণিজ্য মন্ত্রনালয়। 


সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।


তিনি জানান, আগে ১৬৭ টাকা  ছিল বোতলজাত তেলের দাম। এরমধ্যে ২০ শতাংশের বেশি দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তাই যৌক্তিকভাবেই  দাম বাড়ানো হয়েছে।


বাণিজ্য উপদেষ্টা বলেন, ১৪৯ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দামও ১৫৭ টাকা করা হয়েছে। 


এসময় বাজারে তেল এবং আলুর দাম ছাড়া অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল আছে বলেও জানান তিনি।


thebgbd.com/NIT