জয়পুরহাটের তিন উপজেলায় প্রথম ধাপের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে তিন উপজেলায় তিন জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ মে) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাদের জয়ী ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, জয়পুরহাটের কালাই উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন (মোটরসাইকেল) মার্কায় ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক (আনারস) মার্কা তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ভোট পেয়েছেন (আনারস) মার্কা ৩০ হাজার ৯৪৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা (উড়োজাহাজ) মার্কা ভোট পেয়েছেন ৩৪ হাজার ৩৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছানোয়ার হোসেন (টিউবয়েল) মার্কা পেয়েছেন ১৪ হাজার ১৯১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মেরিনা খাতুন (হাঁস) মার্কা পেয়েছেন ৪৩ হাজার ৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম নেছা (কলস) ৩১ হাজার ৪১৩ ভোট পেয়েছেন।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার (দোয়াত কলম) মার্কায় ৩০৩৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা তাইফুল ইসলাম তালুকদার (আনারস) মার্কায় ২২ হাজার ৯০০ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মতলুব হোসেন (টিওবয়েল) মার্কায় ভোট পেয়েছেন ২৪ হাজার ৬১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম তুহিন ইসলাম।তৌফিক (তালা) মার্কা পেয়েছেন ২০ হাজার ৯৩৬ ভোট।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকসেদ আলী মণ্ডল (মোটরসাইকেল) মার্কা ১৯৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার নুরুন্নবী আরিফ (আনারস) মার্কায় ভোট পেয়েছেন ৩ হাজার ১৮৮।
ভাইস চেয়ারম্যান পদে টুটুল হোসেন (টিওবয়েল) মার্কা ভোট পেয়েছেন ৯ হাজার ৫৯৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী তাইজুল ইসলাম (টিয়া পাখি) মার্কা পেয়েছেন ৯ হাজার ৪৪২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া খানম সম্পা (প্রজাপতি) মার্কা পেয়েছেন ১১ হাজার ২৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দিকা (হাঁস) ৬ হাজার ১৪৩ ভোট পেয়েছেন।
তিনটি উপজেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এরমধ্যে কালাই উপজেলায় এক লাখ ২২ হাজার ৭৩৬ জন, ক্ষেতলালে ৯৫ হাজার ১৯১জন ও আক্কেলপুর উপজেলায় এক লাখ ২২ হাজার ৮৮২ জন ভোটার রয়েছে।
কালাইয়ে ৩৭টি, ক্ষেতলালে ৩০টি, আক্কেলপুরে ৪২টিসহ মোট ১০৯টি কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করেছেন।