বাশার আল-আসাদের ২৪ বছরের ‘সম্রাজ্য’-এর পতন হয়েছে। বিদ্রোহের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন তিনি। রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে বিদ্রোহীরা। বাশারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। দেশ ছেড়ে সপরিবার সেখানেই আছেন তিনি।
২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার। তার আগে তার বাবা দীর্ঘ দিন ওই পদে ছিলেন। ২০১১ সালে প্রথম বাশার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধে। শুরু হয় গৃহযুদ্ধ। প্রথম থেকেই এই যুদ্ধে বিদ্রোহীদের সমর্থন করে আমেরিকা। অন্য দিকে, সিরিয়া সরকার সহায়তা পায় রাশিয়া এবং ইরানের। ১৩ বছর অত্যন্ত কড়া হাতে যাবতীয় বিদ্রোহ দমন করেছে বাশারের প্রশাসন। কিন্তু মাত্র ১২ দিনে তার সরকার পড়ে গেছে। পরিস্থিতি তাকে দেশ ছাড়তেও বাধ্য করেছে। তার পতনের সূচনা হয় ২৭ নভেম্বর। কী এমন হল এই ১২ দিনে? বিদ্রোহীরা ১৩ বছরের চেষ্টায় যা করতে পারেননি, কী ভাবে মাত্র ১২ দিনে তা করে দেখালেন?
বস্তুত, পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে। সিরিয়া সরকারের অন্যতম দুই সমর্থকই যুদ্ধে ব্যস্ত। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত। ইরান ব্যস্ত পশ্চিম এশিয়ায় ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে। সিরিয়ার সরকার ফেলার জন্য এই সময়টিকেই উপযুক্ত বলে মনে করেন বিদ্রোহীরা এবং তাদের পেছনের লুকানো শক্তিগুলো। বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনীর আক্রমনে কোণঠাসা হয়ে পড়ে সিরিয়ার সরকার। মিত্র দেশগুলির কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাননি বাশার। ফলে বিদ্রোহীদের আগ্রাসনের মুখে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তিনি।
১২ দিনে সিরিয়ার মূল ঘটনাপ্রবাহ তুলে ধরা হল।
২৭ নভেম্বর: উত্তর-পশ্চিম সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলিতে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী। তারা দাবি করে, উত্তর-পশ্চিম আলেপ্পো প্রদেশের ১৫টির বেশি গ্রাম তারা সরকারের দখলমুক্ত করে ফেলেছে। এই অভিযানের নেপথ্যে ছিল মূলত এইচটিএস। সরকারের তরফে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়। বিদ্রোহীদের উপর আকাশ থেকে বোমাবর্ষণ করে সিরিয়া সরকার এবং তার সহযোগীরা।
২৮ নভেম্বর: সরকারের প্রতিরোধে লাভ হয়নি। উত্তর-পশ্চিম দিক থেকে আরও এগোতে শুরু করেন বিদ্রোহীরা। সীমান্তলাগোয়া ইদলিব প্রদেশে ঢুকে পড়ে তারা। খবর পাওয়া যায়, সরকারের বাহিনী পিছু হটছে।
২৯ নভেম্বর: সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে ঢুকে পড়ে বিদ্রোহী বাহিনী। ২০১৬ সালে এই শহর থেকে তাদের বিতাড়িত করা হয়। রাশিয়া এবং ইরানের সহায়তায় সিরিয়া সরকার আলেপ্পোয় সামরিক অভিযান চালিয়ে বিদ্রোহীদের তাড়িয়ে দেন। ২৯ তারিখে আবার সেই শহরে প্রবেশ করেন তারা। কিন্তু এ বার তেমন কোনও বাধারই সম্মুখীন হতে হয়নি।
৩০ নভেম্বর: বিদ্রোহীরা ঘোষণা করে, আলেপ্পো তাদের দখলে। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরও তারা দখল করে নেয়। শহরের প্রাণকেন্দ্রে উড়িয়ে দেয় নিজেদের পতাকা। মধ্য সিরিয়ার হামা প্রদেশের অন্তত চারটি শহর ওই দিন সন্ধ্যার মধ্যেই বিদ্রোহীদের দখলে চলে যায়। প্রাদেশিক রাজধানীতেও ঢুকে পড়ে তারা।
১ ডিসেম্বর: পাল্টা আঘাত হানে সিরিয়া সরকার। দেশের সেনাবাহিনী ইদলিব এবং আলেপ্পোতে বিমানহামলা চালায়। সড়কপথেও সিরিয়ার সেনা বিদ্রোহীদের মুখোমুখি হয়। ওই দিনই দামেস্ক সফরে আসেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। প্রেসিডেন্ট বাশারকে তিনি আশ্বাস দেন, তেহরান তার পাশে আছে।
২-৪ ডিসেম্বর: এক দিকে বাধা পেয়ে অন্য দিকে অগ্রসর হয় বিদ্রোহী বাহিনী। দক্ষিণে এগিয়ে হামা শহরের ১০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে তারা। হামা সিরিয়ার চতুর্থ বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ শহর। রাজধানী দামেস্ক থেকে হামার দূরত্ব মাত্র ২০০ কিলোমিটার। এই পর্যায়ে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার জন্য বাশারকে অনুরোধ করে তুরস্ক।
৫ ডিসেম্বর: হামা শহরে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এই শহরের আসি স্কোয়্যার এলাকা ২০১১ সালের বিদ্রোহের ‘আঁতুড়ঘর’ ছিল। ২০২৪-এ এসে আবার সেখানে আধিপত্য কায়েম করে বিদ্রোহী বাহিনী। আনন্দে শূন্যে গুলি ছুড়তে দেখা যায় তাদের।
৬ ডিসেম্বর: আরও এগিয়ে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এই শহরকে রাজধানীর প্রবেশপথ বলা চলে। সেই সঙ্গে এই হোমসেই রয়েছে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত দু’টি তৈল শোধনাগার। ফলে শহরটির আলাদা গুরুত্ব রয়েছে। হোমস থেকে সরকারের বাহিনী পিছু হটেছে— এই তথ্য অস্বীকার করে বাশারের প্রশাসন। অন্য দিকে, সিরিয়া নিয়ে কাতারের রাজধানী দোহায় উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়। তাতে যোগ দেন সৌদি আরব, মিশর, তুরস্ক, ইরান এবং রাশিয়ার প্রতিনিধিরা।
৭ ডিসেম্বর: হোমস থেকে সরকারের সমস্ত বাহিনী সরে যায়। শহরটি পুরোপুরি বিদ্রোহীদের দখলে চলে যায়। তারা ঘোষণা করেন, দামেস্ক ঘিরে ফেলেছেন। অভিযানের শেষ এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
৮ ডিসেম্বর: সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমে দাবি করা হয়, বাশারের সরকার পড়ে গেছে। কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়েছে। বিদ্রোহী নেতা গোলানি দামেস্কের শাহি মসজিদে জয় ঘোষণা করেন। রাশিয়া এবং ইরানের সংবাদমাধ্যম দাবি করে, বাশার সিরিয়া ছেড়ে রাশিয়ায় পৌঁছেছেন। তার পরিবারও সেখানেই রয়েছে। রাশিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। সিরিয়ার প্রধানমন্ত্রী গাজি আল-জালালি সুর নরম করেন। জানান, সিরিয়া সরকার বিদ্রোহীদের সঙ্গে হাত মেলাতে এবং ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত।
সূত্র: আরটি, ইরনা, আল জাজিরা
এসজেড