মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অস্ত্রোপচারের পর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ‘ভাল’ আছেন বলে জানিয়েছেন, তার চিকিৎসকরা। সোমবার তীব্র মাথাব্যথার কারণে রাজধানী ব্রাসিলিয়ার এক হাসপাতালে নেওয়া হয় ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টকে।
সাও পাওলোর বিখ্যাত সিরিও-লিবানেস হাসপাতালে লুলাকে নেওয়ার পর একটি এমআরআই স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়টি ধরা পরে। সেটি নিষ্কাষণের দ্রুত লুলাকে অস্ত্রোপচারের টেবিলে নেওয়া হয়। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবরে প্রেনিডেন্ট বাসবভনের বাথরুমে পড়ে যাওয়ার সময়ে মাথায় লাগা আঘাতের কারণে তার ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ হয়।
চিকিত্সকরা বলেছেন, তারা লুলার মস্তিস্কের অভ্যন্তরীণ রক্তপাত বন্ধে ক্র্যানিওটমি নামক অস্ত্রোপচার করেছেন, যেটিতে খুলি থেকে ছোট একটি হাড় সরিয়ে রক্তক্ষরণ সাড়ানো হয়। তারপর আবার হাড়টি প্রতিস্থাপন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবাল সকালের সেই সংবাদ সম্মেলনে চিকিৎসকরা আরও জানান, প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল এবং তিনি সচেতন রয়েছেন।
তারা আরও বলেছেন, লুলা ‘সুস্থ’ এবং চিকিৎসা কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছেন। তারা জোর দিয়ে জানান, তিনি মস্তিস্কে কোনও ধরনের আঘাত পাননি এবং অস্ত্রোপচারজনিত কোনও সমস্যা অনুভব করছেন না। তিনি কবে নাগাদ রাজধানী ফিরতে পারেন, এমন প্রশ্নে জবাবে চিকিৎসকরা বলেছেন, সবকিছু ঠিকঠাক থাকলে, তারা আশা করেছেন লুলা ‘পরের সপ্তাহেই’ ব্রাসিলিয়ায় ফিরবেন।
উল্লেখ্য, ১৯ অক্টোবর বাথরুমে পা পিছলে পড়ে যান লুলা দা সিলভা এবং মাথার পেছনে আঘাত পান। চিকিৎসকরা বলেছেন, এতদিন পর সেই আঘাত থেকে রক্তক্ষরণর বিষয়টি কিছুটা ‘অস্বাভাবিক’।
সূত্র: বিবিসি
এসজেড