ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরত দেবে বাংলাদেশ, আশা ক্যাডম্যানের

  • নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০২৪
শেখ হাসিনাকে ফেরত দেবে বাংলাদেশ, আশা ক্যাডম্যানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বলেছেন, গণতন্ত্রের মানদণ্ড বজায় রাখতে ভারতের উচিত বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেওয়া।


আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।


টবি ক্যাডম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখেছে। তবে তিনি মনে করেন, কিছু ক্ষেত্রে আরও সংশোধন করা প্রয়োজন।


আন্তর্জাতিক অপরাধ আদালতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে ব্রিটিশ এই আইন বিশেষজ্ঞ বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু এবং স্বচ্ছ রাখতে তিনি ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবেন।


তিনি আরও বলেন, অনেক দেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান নেই, তবে বাংলাদেশের পরিস্থিতিতে সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিধান রাখতে পারে।


উল্লেখ্য, লন্ডনভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নিয়োগ পেয়েছেন।


thebgbd.com/NIT