ঢাকা | বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করেছে সরকার: আসিফ মাহমুদ

  • নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০২৪
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করেছে সরকার: আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতির পথ থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে।


আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লায় এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো পররাষ্ট্র সম্পর্ক মেনে নেওয়া যায় না। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করেছে এবং এখন থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।


তিনি আরও বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা তা স্থানীয় সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের কাজ শেষ হওয়ার পর বিবেচনা করা হবে।


এদিন দুপুরে কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।


thebgbd.com/NIT