ঢাকা | বঙ্গাব্দ

আদাভি, বিশ্বের প্রথম কার্বন-নিউট্রাল শিশু

  • অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০২৪
আদাভি, বিশ্বের প্রথম কার্বন-নিউট্রাল শিশু আদাভি।

যদিও এখন ওর বয়স মাত্র দুই বছর, কিন্তু আদাভি তার পুরো জীবন যাপন করবে বায়ুমণ্ডলে কোনও কার্বন যোগ না করেই। অথচ একজন সাধারণ ভারতীয় প্রতিবছর গড়ে দুইটন কার্বন বায়ুমণ্ডলে যোগ করে। 


আদাভির ক্ষেত্রে এটি সম্ভব হয়েছে কারণ তার মা-বাবা, জগানা নন্দিনী এবং দীনেশ এসপির কারণে। যারা আদাভির জন্মের আগেই তার জন্য একটি সবুজ ভবিষ্যত তৈরি করার মিশন শুরু করেন। 


এই দম্পতি তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে মিলে ছয় হাজার ফলের গাছ রোপণ করেছেন। যা আদাভির পুরো জীবনের কার্বন নির্গমনের ভারসাম্য বজায় রাখতে যথেষ্ঠ। এই কারণে, আদাভি এশিয়া বুক অফ রেকর্ডসে বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু হিসাবে স্বীকৃতও পেয়ে গেছে।


সূত্র: স্প্রিংটাইড


এসজেড