শুধুমাত্র দুটি টায়ারটিউব শরীরে জড়িয়ে ভূমধ্যসাগরে ঝড়ো আবহাওয়ায় তিন দিন ভেসে থাকার পর ১১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বেসরকারী সংস্থা কম্পাস কালেক্টিভের উদ্ধারকারীরা, জরুরি সাহায্য আবেদনের প্রেক্ষিতে অন্য একটি স্থানের দিকে যাওয়ার সময় হঠাৎই তারা শিশুটির সাহায্যের ডাক শুনতে পান।
সিয়েরা লিওনের অধিবাসী মেয়েটি তাদের বলে, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে আরও ৪৪ জনের সঙ্গে তাদের নৌযাত্রা শুরু হয়। নৌকা ডুবে অন্য সব অভিবাসী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতি বছর ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ভূমধ্যসাগরের ভয়াল যাত্রাপথে হাজার হাজার অভিবাসী মারা যায়।
কম্পাস কালেক্টিভের মুখপাত্র কাটজা টেম্পেল বিবিসিকে বলেছেন, স্থানীয় সময় বুধবার রাত তিনটা কুড়ি মিনিটে ‘ট্রোটামার তিন’ উদ্ধারকারী জাহাজের কর্মীরা শিশুটিকে একটি সাধারণ লাইফ জ্যাকেট এবং তার কোমরে দুটি টায়ারটিউব বাঁধা অবস্থায় খুঁজে পান।
মেয়েটি তাদের জানায়, প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের বহন করা নৌকায় মুহূর্তের মধ্যে ডুবে যায়। আরও দুজনের সঙ্গে সে কিছুক্ষণ সাগরে ভেসে থাকলেও ঠেউয়ের কারণে বাকি দুজনকে সে হারিয়ে ফেলে। উদ্ধারকারীরা তাকে ল্যাম্পেডুসা দ্বীপে ইতালীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। সেখানে প্রাথমিক সেবার পর শিশুটি তিনি কথা বলার পাশাপাশি হাঁটতেও সক্ষম হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, আফ্রিকা ও ইউরোপের মধ্যবর্তী এই প্রবল উত্তাল পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বিগত ১০ বছরে প্রায় ৩১ হাজার অভিবাসী প্রত্যাসি হয় প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।
সূত্র: বিবিসি
এসজেড