রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে জুলাই গণহত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কাশিমপুর কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের এক উপপরিদর্শকের ছেলে ও কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে গিয়ে তার মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় আবুল হাসান সরাসরি জড়িত ছিলেন।
গত ৪ নভেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর পর আজ তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আদালতে হাজির করার পর মামলার প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
thebgbd.com/NIT