দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত সপ্তাহে সামরিক আইন জারি করার সিদ্ধান্তের পেছনে দৃঢ় অবস্থান নিয়ে বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য তিনি এই ঘোষণাটি দেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধায় টেলিভিশন দেওয়া এক অনির্ধারিত ভাষণে তিনি বলেন, গণতন্ত্রের ‘পতন রোধ’ এবং বিরোধীদের ‘সংসদীয় একনায়কত্ব’ আটকানোর চেষ্টাটি অবশ্যই একটি ‘বৈধ’ আইনি সিদ্ধান্ত।
ইওল জানিয়েছেন, শনিবার দেশটির পার্লামেন্টে তাকে অভিশংসনের জন্য অনুষ্ঠিতব্য দ্বিতীয় ভোটের আগে তার পদত্যাগের কোনও সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আমাকে অভিশংসন করুক বা আমার বিরুদ্ধে তদন্ত করা হোক, পদত্যাগ করবো না। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো’।
প্রেসিডেন্ট ইওল এবং তার সহযোগীদের বিরুদ্ধে ‘দেশদ্রোহের’ অভিযোগ আনা হয়েছে এবং তারা রাষ্ট্রীয় তদন্তের মুখোমুখি হচ্ছেন। এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে দক্ষিণ কোরিয়া ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু ইউন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, সামরিক আইন জারির আদেশ দেশদ্রোহিতা ছিল। বরং তিনি দাবি করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা এখন তাকে সরানোর জন্য বিষয়টি নিয়ে ‘মিথ্যা উসকানি’ তৈরি করছে।
‘বিরোধীদল বিপজ্জনক হয়ে উঠছে’ এবং ‘শুধু দেশের গণতন্ত্র ও জনগণকে রক্ষা ও নিরাপত্তা দেওয়ার চেষ্টায় সামরিক আইন জারি’- তার ভাষণে তিনি এক সপ্তাহ আগে দেওয়া একই যুক্তির অনেকগুলি পুনরাবৃত্তি করেন। যা তিনি সামরিক আইন ঘোষণার রাতে ব্যবহার করেন। তবে, ইউন আরও যোগ করেছেন, তিনি তার ‘আইনি ও রাজনৈতিক দায়িত্ব’ এড়াবেন না।
সূত্র: বিবিসি
এসজেড