অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত দেয়। তার মতে, ১/১১-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান হয়েছিল।
তিনি বৃহস্পতিবার একটি বিশাল ফেসবুক পোস্টে এসব কথা বলেন। পোস্টটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একদিন আগের বক্তব্যের প্রতিক্রিয়ায় লেখা হয়। সেখানে মির্জা ফখরুল বলেছিলেন, “অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে।”
নাহিদ ইসলামের পোস্টে তিনি উল্লেখ করেন, ১/১১-এর সময় ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা হয়েছিল। সে সময় একটি আপোষকামী অন্তর্বর্তী সরকার গঠনের প্রচেষ্টা চলেছিল, যা জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল। তার মতে, বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং এটি বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলন এবং জাতীয় সরকারের প্রয়োজনীয়তা অতীতে যতটা ছিল, ততটাই এখনো রয়েছে। তবে বিএনপির সাম্প্রতিক অবস্থানকে তিনি ১/১১-এর মতো আরেকটি অভ্যুত্থানের পরিকল্পনা হিসেবে ব্যাখ্যা করেন।
নাহিদ ইসলাম বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান জানান বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিতে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরোধিতা না করতে। তার পোস্টে তিনি দেশের বিভাজন ও দুর্বলতার প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ এখানে অনেক বড় নেতা অল্পমূল্যে বিক্রি হতে প্রস্তুত থাকে।
শেষে তিনি বিএনপির অভ্যন্তরে দেশপ্রেমিক অংশের প্রতি আস্থা রেখে বৃহত্তর ঐক্যের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
thebgbd.com/NA