ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড আগামী মাসে শপথ নেওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন। নির্বাচনে জয়লাভের পরেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি রেকে বরখাস্ত করবেন। বুধবার এফবিআইয়ের একটি নিজস্ব সভায় রে তার এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, কয়েক সপ্তাহ চিন্তা ভাবনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্প ইতিমধ্যে কাশ প্যাটেলকে ওই পদের জন্য মনোনীত করেছেন। প্যাটেল এরই মধ্যে এফবিআই-এর কর্তৃত্ব সীমিত করার কথা জানিয়েছেন। ২০১৭ সালে রে-কে দশ বছরের জন্য এফবিআ্ইয়ের প্রধান নিয়োগ করেন ট্রাম্প। কিন্তু ২০০০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর রে তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করেন যা রিপাবলিকান নেতাদের সমালোচনার মুখোমুখি হয়।
বুধবার এফবিআই-এর সভায় নিজ বক্তব্যে রে বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি, ব্যুরোর জন্য সবচেয়ে সঠিক কাজটি হবে জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষদিন পর্যন্ত কাজ করা এবং তারপর পদত্যাগ। আমার দৃষ্টিতে, ব্যুরোকে আরও গভীরে টেনে নেওয়া এড়াতে এটি সর্বোত্তম উপায়।’ রে আরও বলেন, গভীর মূল্যবোধ ও শক্ত নৈতিকতাকে পুঁজি করে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।’
একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তার বক্তব্যের পর উপস্থিত সকলে দাড়িয়ে তাকে অভিনন্দন জানান। তাদের মধ্যে কেউ কেউ কেঁদেছেনও।