ঢাকা | বঙ্গাব্দ

ফারুকীর '৮৪০' সিনেমা দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ

গত বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় ‘৮৪০’ এর বিশেষ প্রিমিয়ার। সেখানে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০২৪
ফারুকীর '৮৪০' সিনেমা দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. নাহিদ ইসলাম।

বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে ‘৮৪০’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। চলতি মাসের ১৩ তারিখে অর্থাৎ আগামী শুক্রবারেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।


এরই মধ্যে গত বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় ‘৮৪০’ এর বিশেষ প্রিমিয়ার। সেখানে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তারা সকলে এদিন ছবিটি উপভোগ করেন।


প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। ৮৪০ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।’


উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনও চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।’


উল্লেখ্য, ‘৮৪০’ এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে গত শুক্রবার রাতে মুক্তি পায় ট্রেলারটি। যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শোরগোল দর্শকদের মাঝে।


ফারুকী আগেই জানিয়েছিলেন, একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ হতে যাচ্ছে ‘৮৪০’। যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন- ‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন?’ সে থেকে ট্রেলার দেখে দর্শকেরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে।


‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তাদের প্রায় সকলেই এদিন প্রিমিয়ারে অংশ নেন।


thebgbd.com/NIT