ঢাকা | বঙ্গাব্দ

ভেনিজুয়েলার অভিবাসীদের টিপিএস প্রত্যাহার

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেন, অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘রক্তে বিষ মিশিয়ে দিচ্ছে’।
  • অনলাইন ডেস্ক | ৩০ জানুয়ারি, ২০২৫
ভেনিজুয়েলার অভিবাসীদের টিপিএস প্রত্যাহার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্বল্প সংখ্যক অভিবাসীর অপরাধের কথা তুলে ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ লক্ষাধিক ভেনিজুয়েলার নাগরিকের অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) প্রত্যাহার করছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


ফক্স নিউজে এই সিদ্ধান্ত ঘোষণা করার সময় হোম সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ‘এদেশের মানুষ এই আবর্জনাগুলোকে বের করে দিতে চায়। তারা তাদের কমিউনিটিকে নিরাপদ করতে চায়। আমাদের দেশে থাকা ওই সব ব্যক্তির মূল্যায়নে আমরা যথযথ প্রক্রিয়া অনুসরণ করবো।’


যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য ‘অস্বাভাবিক’ পরিস্থিতির কারণে নিরাপদে দেশে ফিরতে না পারা বিদেশী নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) প্রদান করে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসার আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে টিপিএস-এর মেয়াদ আরও ১৮ মাসের জন্য বাড়ান। তবে ট্রাম্পের প্রশাসন তা বাতিল করেছে।


ট্রাম্প তার সাম্প্রতিক নির্বাচনী প্রচারণায় অনিবন্ধিত অভিবাসীদের অপরাধগুলোকে জোর দিয়ে প্রচার করেছেন, যদিও পরিসংখ্যানে দেখা যায় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের তুলনায় তাদের মধ্যে অপরাধ প্রবনতা কম। তিনি একটি আইন স্বাক্ষর করেছেন যেটি অপরাধী অভিবাসীদের আটক সহজ করে তুলবে। আইনটির নামকরণ করা হয়েছে ২২ বছর বয়সী নিহত নার্সিং ছাত্রী ল্যাকেন রিলে’র নামে। যাকে ভেনিজুয়েলার একজন অনিবন্ধিত অভিবাসী হত্যা করে। রিলেকে হত্যার আগে তাকে দুবার গ্রেপ্তারও করা হয়।


আইনটি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে তার জয়ের ক্ষেত্রে অভিবাসন ইস্যুটি অন্য যেকোনো বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ‘এ কারণেই অন্য কারও পরিবর্তে এখানে এসেছি।’


সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এল সালভাদর, সুদান, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং অন্যান্য বাছাইকৃত দেশ থেকে আগত ১০ লাখের বেশি মানুষকে আইনগত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়ার জন্য টিপিএস সম্প্রসারণ করে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বলেন, অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রের ‘রক্তে বিষ মিশিয়ে দিচ্ছে’। তিনি ক্ষমতায় ফিরে আসার পর দ্রুত পুরো টিপিএস প্রোগ্রামটি পর্যালোচনা করার নির্দেশ  দেন। প্রথম মেয়াদে তিনি টিপিএস প্রোগ্রামটি বন্ধ করতে চাইলেও আইনি বাধার কারণে তা পারেননি। 


পিউ রিসার্চ সেন্টারের মতে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ লাখ মানুষ টিপিএস পাওয়ার যোগ্য অথবা টিপিএস পেতে যাচ্ছিল, যার মধ্যে ভেনেজুয়েলার অভিবাসীই সবচেয়ে বেশি।


সূত্র: এএফপি


এসজেড