আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরে বেলা ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী। রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে।’
গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’
এসময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন।’ মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান কী বার্তা দিয়েছেন এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তারেক রহমান।’ এছাড়া দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে বলেও এসময় জানান তিনি।
thebgbd.com/AR