ঢাকা | বঙ্গাব্দ

খোঁজ নেই আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতার

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না শীর্ষ নেতাদের।
  • অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০২৪
খোঁজ নেই আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতার ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি এবং মেয়রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে কেউ কেউ গোপনে নির্বাচনী এলাকার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তবে বেশির ভাগের অবস্থান অজানা। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং খোঁজ পেলেই তাদের গ্রেপ্তার করা হতে পারে।


ক্ষমতায় থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে নিখোঁজ। তিনি ভারতে আত্মগোপনে আছেন বলে গুঞ্জন রয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছেন, তারা দেশের বাইরে অবস্থান করছেন।


এছাড়া সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে আ ক ম মোজাম্মেল হক, ফরিদুল হক খান দুলাল, ডা. সামন্ত লাল সেন, কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সিমিন হোসেন রিমি, এবং আরও বেশ কয়েকজনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। তাদের অনেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন বলে জানা গেছে। কিছু নেতা ভারতে এবং কেউ কেউ লন্ডনে আত্মগোপনে রয়েছেন।


সাবেক মেয়রদের মধ্যে ঢাকার সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস লন্ডনে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরীও বিদেশে অবস্থান করছেন। অন্যদিকে, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী নিজ বাড়িতে অবস্থান করছেন এবং কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।


আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২৩ জন সদস্য এবং বেশ কয়েকজন উপদেষ্টা পরিষদ সদস্যেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ড. মসিউর রহমান, রাজিউদ্দিন আহমেদ রাজু, নুরুল ইসলাম নাহিদসহ আরও অনেকে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মেজর জেনারেল (অ.) তারিক আহমেদ সিদ্দিকের অবস্থান সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।


thebgbd.com/NA