ঢাকা | বঙ্গাব্দ

ভায়োকানোর বিপক্ষে পোয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

রায়ো ভায়োকানোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০২৪
ভায়োকানোর বিপক্ষে পোয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ এই উল্লাস ফিকে হয়ে গেছে পয়েন্ট হারানোয়। শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ।

জয় পেলেই বার্সেলোনাকে পেঁছনে ফেলে শীর্ষে উঠে যেত রিয়াল মাদ্রিদ। কিন্তু সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ৩৬ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় কাঁপছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সেখান থেকেই আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচে এগিয়েও গিয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু গোল খেয়ে শেষ পর্যন্ত রায়ো ভায়োকানোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। সেই সঙ্গে শীর্ষস্থান বার্সেলোনার দখলেই থাকল।


শনিবার (১৪ ডিসেম্বর) এস্তাদিও দে ভায়েকাসে স্বাগতিক রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। উনাই লোপেজ ও আব্দুল মুমিনের গোলে রায়ো ভায়োকানো এগিয়ে যাওয়ার পর ফেদেরিকো ভালভার্দে এবং জুড বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে রিয়াল। দ্বিতীয়ার্ধে রদ্রিগো গোল করলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ইসি পালানের গোলে সমতায় ফেরে ভায়োকানো।


এই ড্রয়ে শীর্ষস্থান দখলের সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ১১ জয় ৪ ড্র এবং ২ হারে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদ ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। অর্থাৎ, আগামী ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ জয় পেলেই তিনে নেমে যাবে রিয়াল।


এদিন ম্যাচের শুরুতেই গোল খায় রিয়াল। চতুর্থ মিনিটে দূরের পোস্টে দে ফ্রুতোসের ক্রসে উনাই লোপেজ হেড করে বল জালে জড়ান।


গোল খেয়ে দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় রিয়াল। সুযোগও তৈরি করে তারা। কিন্তু দুর্ভাগ্যের কারণে কাঙ্ক্ষিত গো পাওয়া হচ্ছিল না। ছেড়ে কথা বলেনি স্বাগতিকরাও। প্রতিআক্রমণে ত্রাস সৃষ্টি করছিল তারা। গোলও আদায় করে নেয়।


৩৬ মিনিটে মুমিন ব্যবধান দ্বিগুণ করেন। পালাজনের দারুণ কর্নারে আড়াআড়ি হেডে জাল খুঁজে নেন ঘানার এই ডিফেন্ডার।


দুই গোলে পিছিয়ে পড়া রিয়াল ব্যবধান কমায় ৩ মিনিট পরেই। দারুণ এক গোল করেন ফেদে ভালভার্দে। ডি-বক্সের বাইরে থেকে তার জোরাল শটে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি ভায়োকানোর গোলরক্ষক অগাস্তো বাতায়া। এটি এই মৌসুমে ভালভার্দের চতুর্থ গোল। এর প্রতিটিই তিনি ডি-বক্সের বাইরে থেকে করেছেন।


চাপ ধরে রেখে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। ৪৫ মিনিটে তারা সমতায় ফেরে দারুণ ফর্মে থাকা জুড বেলিংহ্যামের গোলে। রদ্রিগোর দারুণ ক্রসে হেড করে গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।


এই নিয়ে টানা ৬ ম্যাচে গোল করলেন বেলিংহ্যাম। সব মিলিয়ে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।


দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের প্রবলভাবে চেপে ধরে রিয়াল। ৫২ মিনিটে গোলের দেখাও পান আর্দা গুলার। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল।


এর ৪ মিনিট পরেই এগিয়ে যায় রিয়াল। দারুণ খেলতে থাকা রদ্রিগো গোল করেন এবার। ডি-বক্সের বাইরে বল পেয়ে জোরাল শট নেন রদ্রিগো। বল ভায়োকানোড় এক ডিফেন্ডারের পায়ে লেগে একটু দিক পাল্টে জালে জড়ায়। সেপ্টেম্বরের পর প্রথম গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


শীর্ষে ওঠার আনন্দ মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ালের। ৬৪ মিনিটে লুজনের ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকান কোর্তয়া। কিন্তু বিপদ কাটেনি। সতীর্থের পা ঘুরে বল পেয়ে এই ফরাসি ডিফেন্ডার নিখুঁত ক্রস বাড়ান ডি-বক্সে। অফসাইডের ফাঁদ ভেঙে নিখুঁত শটে বল জালে জড়ান পালাজান।


এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। শীর্ষে উঠতে উঠতেও ড্রয়ে হতাশ হয়েই ফিরতে হচ্ছে রিয়ালকে। 


thebgbd.com/NIT