ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে বিআরটিসি বাস-কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন

দুটি প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ ডিসেম্বর, ২০২৪
গাজীপুরে বিআরটিসি বাস-কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন সংগৃহীত

গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন সার্ভিস। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে বিআরটি প্রকল্পে বিআরটিসি বাস সার্ভিস।


আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে দুটি প্রকল্প উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


মূলত, যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চার জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে আনুষ্ঠানিক ভাবে এই রুটে ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়। এছাড়া বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০.৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।  প্রাথমিকভাবে ১০ টি বাস এই রুটে চলাচল করছে।

সকালে এসব সেবা কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


যাত্রী ও স্থানীয়রা বলছেন, সড়ক ও রেলপথে এই দুটি সেবা কার্যক্রম শুরু হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করতে পারবেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এসব প্রকল্প। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।


বিআরটি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়ন না করেই সাধারণ মানুষের গণ পরিবহন সেবা সহজলভ্য করতে বিআরটিসি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে জানিয়ে যোগাযোগ উপদেষ্টা বলেন,  গাজীপুর বাসির যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহ করা হচ্ছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করে তিনি বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।



পূর্ণরূপে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য সে শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি এসি সার্ভিস চালু করা হয়েছে।


আয়োজকরা জানিয়েছেন, এরই মধ্যে প্রকল্পের সওজ অংশে ৯৭.৬৯ ভাগ, বিবিএ অংশে ৯৬.৫৭ ভাগ এবং এলজিইডি অংশে ১০০ ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় ৯৭.৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।


thebgbd.com/NIT