২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এবার মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, “বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। এই হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রিতাকে আমি গভীর সন্দেহের চোখে দেখি।”
তার এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় বিচারাধীন দুটি মামলার প্রেক্ষিতে আপাতত কমিশন গঠন সম্ভব নয়।
রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষ এই তথ্য উপস্থাপন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বিচারাধীন মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত কমিশন গঠনের বিষয়ে অপেক্ষা করা হবে।
thebgbd.com/NA