ঢাকা | বঙ্গাব্দ

স্মৃতিসৌধে বিশৃঙ্খলায় অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

চারপাশ থেকে কয়েকশ নেতা-কর্মী হৈ-হুল্লোড় আর ধাক্কাধাক্কি শুরু করলে অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন মির্জা ফখরুল।
  • অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০২৪
স্মৃতিসৌধে বিশৃঙ্খলায় অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি ছবি : সংগৃহীত।

চারপাশ থেকে কয়েকশ নেতা-কর্মী হৈ-হুল্লোড় আর ধাক্কাধাক্কি শুরু করলে অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন মির্জা ফখরুল।


জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তাকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে বলে বিএনপি মিডিয়া সেল জানিয়েছেন; ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।


সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল আছেন।


সোমবার সকাল সোয়া ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে বসে পড়েন।


পরে একপর্যায়ে মাটিতেই শুয়ে পড়েন ফখরুল।


পরে বেশি অসুস্থবোধ করলে তাকে ধরাধরি করে একটি গাড়িতে নিয়ে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।


thebgbd.com/NA