কৃষ্ণ সাগরে ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যবর্তী কের্চ প্রণালীতে অবস্থানরত দুটি রুশ তেল ট্যাঙ্কার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সাগরে তেল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত একজন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার সাউদার্ন ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত ফুটেজে দেখা গেছে একটি ট্যাঙ্কারের সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে আলাদা হয়ে গেছে, পানিতে তেলের আস্তরণ দেখা যাচ্ছে। দুটি ট্যাঙ্কারই উপকূল থেকে অনেকটা দূরে রয়েছে বলে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে।
৫০ জনের বেশি উদ্ধাকর্মী, টাগবোট, হেলিকপ্টার নিয়ে একটি ট্যাঙ্কার থেকে ১৩জন নাবিককে উদ্ধার করা হলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। দ্বিতীয় ট্যাঙ্কারটিতে থাকা ১৪জন অবশিষ্ট নাবিকদের কাছে ‘তাৎক্ষণিক জীবন রক্ষার প্রয়োজনীয় সবকিছু’ রয়েছে বলে জানা গেছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের উদ্ধারের সম্ভাবনা নেই।
রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ঘটনাটির পেছনে কোনও অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কী না তা তদন্তে উপ-প্রধানমন্ত্রী ভিটালি সাভেলিভের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি
এসজেড