ঢাকা | বঙ্গাব্দ

এবার সারদায় ২৫ এএসপিকে শোকজ

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তারা গত ২৬ নভেম্বর প্রশিক্ষণ চলাকালে নির্ধারিত দৌড়ের পরিবর্তে এলোমেলোভাবে হাঁটতে শুরু করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৪
এবার সারদায় ২৫ এএসপিকে শোকজ রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি।

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএসের প্রশিক্ষণরত ২৫ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) শোকজের মুখোমুখি হয়েছেন। তাদেরকে তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে এ শোকজ জারি করা হয়।


শোকজ নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তারা গত ২৬ নভেম্বর প্রশিক্ষণ চলাকালে নির্ধারিত দৌড়ের পরিবর্তে এলোমেলোভাবে হাঁটতে শুরু করেন। তাদের এ আচরণের ফলে অন্য প্রশিক্ষণার্থীরা সঠিকভাবে দৌড়াতে ব্যাহত হন। প্রশিক্ষকদের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তরা কটূক্তিমূলক মন্তব্য করেন এবং অন্যদের শৃঙ্খলাভঙ্গের প্রতি উৎসাহিত করেন।


আদেশে আরও বলা হয়, অভিযুক্তদের এ ধরনের আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ লঙ্ঘন এবং শৃঙ্খলা পরিপন্থী। এটি অসদাচরণ হিসেবে বিবেচিত, যা প্রশিক্ষণের নিয়ম-শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। এ কারণে, কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে না, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।


পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর বিষয়টি সোমবার (১৬ ডিসেম্বর) নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ নভেম্বর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের এএসপিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ এবং ক্যাডেট এসআইদের কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়।


এ বিষয়ে পুলিশের সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালকে এ ঘটনার বিষয়ে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগেও সারদায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত ৩ নভেম্বর ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ২২ অক্টোবর ২৫২ জন এবং ২৫ অক্টোবর আরও ৫৯ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। অব্যাহতির আগে তাদের সবাইকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।


thebgbd.com/NIT