আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত বলেন, ৫ আগস্টের গণ অভ্যুত্থান জাতীয় ঐক্যের ভিত্তিতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা সবসময় অনুভব করে। এই ঐক্যের মাধ্যমেই বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা সম্ভব।
তিনি আরও যোগ করেন, আমাদের সম্পর্ক যদি কোনোভাবে বিচ্যুত হয়, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক চুল পরিমাণ ছাড় দেব না।
আওয়ামী লীগের সংখ্যালঘু নীতি নিয়ে সমালোচনা করে হাসনাত বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবি করলেও বাস্তবে তাদের সম্পদ লুণ্ঠন ও নির্যাতনের ইতিহাস তৈরি করেছে। এটি ভুল ধারণা যে আওয়ামী লীগ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি মনে করেন, আওয়ামী লীগ থাকলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা হবে, তাহলে তা আপনাদের বড় ভুল। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে সর্বদা সোচ্চার।
হাসনাত আবদুল্লাহ বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে আমরা একসঙ্গে লড়াই করবো। সম্প্রতি জগন্নাথ হলের সংহতি আমাদের জাতির ঐক্যের আরও একটি দৃষ্টান্ত।
thebgbd.com/AR