পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক যুবক। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
নিহত আলী পণ্ডিত মহিপুরের হারুন পণ্ডিতের ছেলে। তিনি পেশায় জেলে। মাদকাসক্ত ছিলেন তিনি। নিহতের কুড়ালের কোপে আহত স্ত্রী সুমিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, পেশায় জেলে আলী মাদকাসক্ত ছিলেন। প্রায় প্রতিদিনই তিনি স্ত্রীকে মারধর করতেন। দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে কুড়াল দিয়ে মাথায় ও মুখে কোপ দেন তিনি। তখন স্ত্রী রক্তাক্ত অবস্থায় দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।
পরিবার ও পুলিশ আরও জানায়, এরপর স্ত্রী মারা যেতে পারে ভেবে ভয় পেয়ে ঘরে গিয়ে গলায় ফাঁস দেন আলী। অনেকক্ষণ তার কোন সাড়া না পেয়ে আলীর বোন তাকে খুঁজতে ঘরে গেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুয়াকাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার আরো জানান, খবর পেয়ে মহিপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।