ঢাকা | বঙ্গাব্দ

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০২৪
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত।

মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনি এ ভাষণ দেবেন। দুই দিনের সফরে তিনি বর্তমানে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে কায়রো অবস্থান করছেন তিনি।


প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘প্রধান উপদেষ্টা আগামীকাল আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।’


ড. ইউনূস এই ভাষণ প্রদান করবেন আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে। গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে গ্র্যান্ড ইমাম ও প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে এই আমন্ত্রণ জানানো হয়েছিল।


সফরের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের সম্মেলনে যোগ দেবেন, যা "ডি-৮ শীর্ষ সম্মেলন" নামে পরিচিত। এই সম্মেলন আগামীকাল ১৯ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত হবে।


ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, শীর্ষ সম্মেলনের পাশাপাশি ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ অন্যান্য ডি-৮ সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


ডি-৮ হলো উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের অর্থনৈতিক জোট। এই সংস্থার সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। সংস্থাটি আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে।


thebgbd.com/NA