ঢাকা | বঙ্গাব্দ

যারা পালিয়েছে তারা হুমকি দিচ্ছে, যা হাস্যকর: হাসনাত

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী জনপ্রতিনিধিরা ইতোমধ্যে পালিয়েছে বা পালানোর পথ খুঁজছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০২৪
যারা পালিয়েছে তারা হুমকি দিচ্ছে, যা হাস্যকর: হাসনাত হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শেখ হাসিনা এবং তার সহযোগীদের স্বপ্ন কখনও বাস্তবায়িত হতে দেবে না দেশের মানুষ। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার গণআন্দোলনের চাপে পালিয়েছে। অথচ তারা আমাদের পালানোর হুমকি দিচ্ছে; বিষয়টি অত্যন্ত হাস্যকর।’  


আজ বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলর সমাবেশে এসব কথা বলেন তিনি।


হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগের সহযোগী জনপ্রতিনিধিরা ইতোমধ্যে পালিয়েছে বা পালানোর পথ খুঁজছে। জনগণের শক্তি কখনো স্বৈরশাসনকে টিকতে দেবে না।’ 


সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে জেল-জুলুম সহ্য করেছি। জনগণের জন্য রাজনীতি করেছি। ফ্যাসিস্ট সরকারের বাধা উপেক্ষা করে রাজপথে থেকেছি। যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে তাদের পদ থেকে অপসারণ করতে হবে। আর যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের অবিলম্বে সিটি করপোরেশন ও পৌরসভায় পুনর্বহাল করা প্রয়োজন।’ 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সারজিদ আলম, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়া এবং পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ।


thebgbd.com/NIT