ঢাকা | বঙ্গাব্দ

ইজতেমা মাঠ ছাড়তে শুরু করেছেন তাবলীগের সাথীরা

টঙ্গীর ইজতেমা ময়দান ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০২৪
ইজতেমা মাঠ ছাড়তে শুরু করেছেন তাবলীগের সাথীরা ছবি : সংগৃহীত।

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান এবং আশপাশের তিন কিলোমিটার এলাকার পাশাপাশি রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নিষেধাজ্ঞা জারি করলে ইজতেমা ময়দান থেকে মুসল্লিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে স্থান ত্যাগ করতে শুরু করেন। কেউ শামিয়ানা কাঁধে নিয়ে বাস, পিকআপ, ব্যক্তিগত গাড়িতে চড়েন, আবার কেউ পায়ে হেঁটেই রওনা হন।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খানের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান ও এর তিন কিলোমিটার এলাকাজুড়ে জনসমাবেশ, মিছিল, শোভাযাত্রা বা দুই বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা অন্য এক গণবিজ্ঞপ্তিতেও একই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষার্থে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আজ দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সিদ্ধান্তের ফলে ইজতেমা ময়দানে থাকা মুসল্লিদের ইজতেমা কার্যক্রম বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা গেছে।


thebgbd.com/NA