ঢাকা | বঙ্গাব্দ

সড়ক দখল করে বাজার, দুর্ভোগে যাত্রীরা

সড়ক দখল করে সকাল থেকে রাত পর্যন্ত চলে কাঁচাবাজার। যে কারণে যানজট লেগে থাকে সবসময়।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০২৪
সড়ক দখল করে বাজার, দুর্ভোগে যাত্রীরা নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় প্রধান সড়কে কাঁচাবাজার।

সড়ক দখল করে সকাল থেকে রাত পর্যন্ত চলে কাঁচাবাজার। যে কারণে যানজট লেগে থাকে সবসময়। স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না মানুষ। এ অবস্থা নেত্রকোনা শহরের ছোট বাজার ও মেছুয়া বাজার এলাকার সুপারমার্কেটের সামনের সড়কের। দীর্ঘদিন ধরে সড়কে চলাচলে মানুষের ভোগান্তি হলেও নীরব ভূমিকা প্রশাসনের। এ কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।


নেত্রকোনা শহরের মেছুয়া বাজারসংলগ্ন গৌরীপুরের কাচারির মাঠে ১৯৮৮ সালে তৎকালীন ঢাকা বিভাগীয় উন্নয়ন বোর্ড থেকে একটি সুপারমার্কেট নির্মাণ করে পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। পরে পৌরসভা দোকান ভাড়া দিলেও কথিত সুপারমার্কেট আর সুপারমার্কেট থাকেনি। এখানে কাঁচামালের আড়তদারির ব্যবসা শুরু হয়। গত ২৫ বছর ধরেই সুপারমার্কেট দখল করে কাঁচামালের আড়তদারি চলছে। ফলে এখানে বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ক্রেতা-বিক্রেতারা সকাল ৬টা থেকে গভীর রাত পর্যন্ত যানবাহন নিয়ে সড়ক দখল করে ব্যবসা করেন। ঢাকা ও বিভিন্ন এলাকা থেকে ট্রাকসহ অন্যান্য যানবাহনে আসা কাঁচামাল সড়ক দখল করে উঠানো-নামানো হয়। এ কারণেও সড়কে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে যাতায়াতের সময় এখানে অচল অবস্থার সৃষ্টি হয়। এ কারণে কাঁচাবাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।


পরিচয় গোপন রাখার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের ব্যবসার জন্য সহজ কোনো এলাকা দিলে আমরা এখান থেকে দোকান উঠিয়ে নিয়ে যাব। তবে পুরো জেলার খুচরা বা পাইকারি ক্রেতা যাতে মালপত্র পরিবহন করতে পারেন, সে রকম এলাকা দিতে হবে।’


গত সোমবার সন্ধ্যায় ফুটপাতে ব্যবসা করার বিষয়ে খোঁজ নিতে যান এই প্রতিবেদক। এ সময় সাংবাদিক এসেছেন শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এক বিক্রেতা। তিনি বলতে থাকেন, ‘যান আমাদের ব্যাপারে যা পারেন লিখেন গিয়ে। আমরা এখানে ব্যবসা করছি। আগামীতেও করেই যাব।’


নেত্রকোনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সুধীজন, রাজনৈতিক নেতারা সুপারমার্কেট থেকে কাঁচাবাজার সরিয়ে নেওয়ার জন্য আলোচনা করলেও কোনো কাজ হচ্ছে না। এতে মানুষের দুর্ভোগ কমছে না। উল্টো দিন দিন দুর্ভোগ বাড়ছে।


নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, যানজটের অন্যতম কারণ এ সুপারমার্কেটের আড়তদারি ব্যবসা।


বিষয়টি নিয়ে তেমন জোরালো কোনো কথা কেউ বলছে না। এই কাঁচাবাজার এখান থেকে না সরানো পর্যন্ত জেলা শহরের যানজট কমানো কোনোভাবেই সম্ভব নয়।


নেত্রকোনা পৌরসভার প্রশাসক মামুন খন্দকারের ভাষ্য, সুপারমার্কেট ভাড়া নিয়ে কয়েকজন দোকানদার কাঁচামালের আড়তদারি শুরু করেন। ফলে পুরো মার্কেটই কাঁচামালের আড়ত হয়ে যায়। এখন এই পরিত্যক্ত মার্কেটটিকে আবার নতুন করে এবং পুনর্নির্মাণ করার প্রক্রিয়া চলছে।


thebgbd.com/NIT