ঢাকা | বঙ্গাব্দ

বিএসএফের ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত আনল বিজিবি

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটককৃত বাংলাদেশি কিশোর আবু রায়হান ওয়াসিমকে (১৭) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০২৪
বিএসএফের ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত আনল বিজিবি সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের টোকাপাড়া ভিতরগড় সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ওয়াসিমকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়।


ওয়াসিম পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বাসিন্দা। তিনি রেজাউল করিমের ছেলে এবং একজন কোরআনের হাফেজ।


নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছ থেকে কিশোর ওয়াসিমকে ফিরিয়ে আনা হয়েছে। পরে বিজিবি সদস্যরা তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেন।


পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, দুপুর ২টার দিকে বিজিবি ওয়াসিমকে থানায় সোপর্দ করে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



গতকাল বুধবার বিকেলে টোকাপাড়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে একটি চা বাগানে ঢুকে পড়েন ওয়াসিম। সেখানে তাকে বিএসএফ আটক করে। এই ঘটনাটি সীমান্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে ওয়াসিমকে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান।



thebgbd.com/AR