শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৫তম সভায় শাস্তির বিষয়টি অনুমোদন করা হয়।
র্যাগিং, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা, ষড়যন্ত্র, ইন্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, ভয়ভীতি, হলে সিট বাণিজ্য এবং গণরুমের ছাত্রীদেরকে জোরপূর্বক শ্লোগান দিতে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে ছয়জনকে স্থায়ী বহিস্কার তবে ছাত্রত্ব না থাকলে সনদ বাতিল, পাঁচজনকে দুই বছরের জন্য বহিস্কার, চার জনকে এক বছরের জন্য বহিস্কার, দুই জনকে এক সেমিস্টারের জন্য বহিস্কার, একজনকে এক সেমিস্টারের জন্য বহিস্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ১৪ জনের আবাসিকতা বাতিল ও পাঁচজনের মুচলেকা প্রদানের মাধ্যমে হলে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে পাঁচজন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত অপরাধের জন্য শাস্তি প্রদান করা হলেও অধিকতর তদন্ত সাপেক্ষে পুনরায় তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
thebgbd.com/AR