হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মন্দরী ইউনিয়নের আগোয়া বাজারে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, আগোয়া গ্রামের ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য বদির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। দুপুরে এ নিয়ে দুই পক্ষের দুই সমর্থনকারী, অটোরিকশাচালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদি মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় ঘটনাস্থলেই আব্দুল কাদির ও সিরাজ মিয়া নামের দু'জন নিহত হন এবং আহত হন অর্ধশতাধিক মানুষ। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান লিলু মিয়া নামের আরও একজন।
আহত অনেককে হবিগঞ্জ ও সিলেট ওসমানি মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।