ঢাকা | বঙ্গাব্দ

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে পালালেন স্ত্রী

মেহেরপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী।
  • অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০২৪
স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে পালালেন স্ত্রী ছবি : সংগৃহীত।

মেহেরপুরে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী ইমাম হোসেনের পুরুষাঙ্গ কেটে দিয়ে নিরুদ্দেশ হয়েছেন স্ত্রী নাসরিন খাতুন।


ইমাম হোসেন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনাটির বিষয়ে নিশ্চিত করেছেন।


রোববার (২২ ডিসেম্বর) অনুমানিক ভোর ৪টার সময় মেহেরপুর শহরের চক্রপাড়ায় এই ঘটনা ঘটে।


আহত ইমাম হোসেন পটুয়াখালীর দুমকি উপজেলার মোতাহার হোসেনের ছেলে এবং তার স্ত্রী নাসরিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রগন্জ গ্রামের আব্দুস সামাদ সিকদারের মেয়ে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মেহেরপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, লাল তীর বীজ কোম্পানিতে ইমাম হোসেনের চাকরির সুবাদে তারা মেহেরপুর শহরের চক্রপাড়ায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পরকীয়ার জের ধরে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে স্বামী ইমাম হোসেনের পুরুষাঙ্গ কেটে দেন নাসরিন খাতুন। এরপর থেকেই নাসরিন নিরুদ্দেশ।


মারাত্মক জখম অবস্থায় ইমাম হোসেনকে মেহেরপুর সদর হাসপাতালে নেয় এলাকাবাসী। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।


মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। ভিকটিমের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আপাতত ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসা শেষে ফিরে এসে আনুষ্ঠানিক অভিযোগ দিলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।


thebgbd.com/NA