ঢাকা | বঙ্গাব্দ

তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

কারখানাটির আতশবাজি তৈরির বৈধ লাইসেন্স ছিল বলে জানিয়েছে তামিলনাড়ু পুলিশ। বিস্ফোরণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।
  • | ০৯ মে, ২০২৪
তামিলনাড়ুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮ বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে

ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) রাজ্যের শিবকাশী শহরের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও হিন্দুস্থান টাইমস।

কারখানাটির আতশবাজি তৈরির বৈধ লাইসেন্স ছিল বলে জানিয়েছে তামিলনাড়ু পুলিশ। বিস্ফোরণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত তামিলনাড়ুর শিবকাশী। দেশটির আতশবাজি, দিয়াশলাই ও স্টেশনারি পণ্যের মোট উৎপাদনের সিংহভাগ হয় এই শিবকাশীতে।