ঢাকা | বঙ্গাব্দ

পুতিন-ট্রাম্প বৈঠকের কোনও তাগিদ নেই: রাশিয়া

মাসের শুরুতে ট্রাম্প বলেন, তিনি পুতিনের সঙ্গে ইউক্রেনের বিরোধ নিষ্পত্তির বিষয়ে একটি বৈঠকের সুযোগের প্রত্যাশা করছেন।
  • অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০২৪
পুতিন-ট্রাম্প বৈঠকের কোনও তাগিদ নেই: রাশিয়া দিমিত্রি পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক করার আপাতত কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। রুশ প্রশাসনের কেন্দ্রবিন্দু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে রুশ বার্তা সংস্থা তাসকে একথা জানিয়েছেন। 


ট্রাম্পের অভিষেকের আগে কোনও বৈঠকের সম্ভাবনা আছে কিনা বা সরাসরি যোগাযোগের জন্য কোনও সুনির্দিষ্ট  কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত, কোনও বাস্তব তাগিদ নেই।’


নির্বাচিত হওয়ার পর চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেন, তিনি পুতিনের সঙ্গে ইউক্রেনের বিরোধ নিষ্পত্তির বিষয়ে একটি বৈঠকের সুযোগের প্রত্যাশা করছেন। এরপর ১৯ ডিসেম্বর পুতিন সংবাদ সম্মেলনে বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এবং যে কোনও মুহূর্তে তার সঙ্গে দেখা করতেও প্রস্তুত আছেন।


সূত্র: আরটি


এসজেড