লম্বা একটা সময় ‘যুক্তরাষ্ট্রের শত্রু’ এবং ‘ভয়ঙ্কর অপরাধী’দের বন্দি রাখা হত সেখানে। এ বার সেই গুয়ান্তানামো বে কারাগারকে অবৈধ অভিবাসীদের বন্দিশালা হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, গুয়ান্তানামো বে কারাগারে অন্তত ৩০ হাজার বন্দি রাখার উপযুক্ত পরিকাঠামো নির্মাণের জন্য সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরকে (হোমল্যান্ড সিকিউরিটি) নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ‘জাতীয় নিরাপত্তার’ যুক্তি দিয়েছেন তিনি। ঠিক যে ভাবে অতীতে বিনা বিচারে আটক রাখতে ওই কারাগার ব্যবহার করা হত, এবারও তাই হতে চলেছে বলে আশঙ্কা।
২০০২ সালের জানুয়ারিতে গুয়ান্তানামো বে জেল চালু হওয়ার সময় তদানীন্তন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামস্ফেল্ড বলেন, ‘ভয়ঙ্কর অপরাধীদের জন্যই ওই জেল বানানো হয়েছে।’ তারপর বহুবার সেখানে বন্দিদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে। অনেকে কারাগারটিকে জার্মানদের ‘কনসেনট্রেশন ক্যাম্পে’র সঙ্গে তুলনা করতেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগে বারাক ওবামা ওই কারাগার বন্ধের নির্দেশ জারি করেন।
সূত্র: স্কাই নিউজ
এসজেড