মাত্র আট মাসের প্রেমের সম্পর্ক। সেই টানে সুদূর পাকিস্তান থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত বেলছড়িতে ছুটে এসেছেন আলীম উদ্দিন নামে এক যুবক। পরিবারের আয়োজনে তাহমিনা আকতার বৃষ্টির সঙ্গে আলীমের বিয়ে সম্পন্ন হয়েছে ধুমধাম করেই। রোববার (১৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
তাহমিনা আকতার বৃষ্টি বেলছড়ি ইউনিয়নের উত্তর পাড়ার আলী হোসেনের মেয়ে। খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায় শাখার তৃতীয় বর্ষের ছাত্রী তিনি।
জানা যায়, আলীম লাহোরের বাসিন্দা। পাকিস্তানের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ফেসবুকের মাধ্যমে পাকিস্তানি যুবক আলীম উদ্দিনেরর সঙ্গে পরিচয় হয় তাহমিনা আকতার বৃষ্টির। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে। মাত্র আট মাসের এই সম্পর্কের টানে গত ১১ ডিসেম্বর আলীম উদ্দিন পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে বেলছড়িতে আসেন। এখন ভিনদেশি বর আলীম উদ্দিন নববধূকে নিয়ে পাকিস্তান পাড়ি দিতে প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে।
তাহমিনার বাবা আবুল হোসেন বলেন, ‘১৯ ডিসেম্বর তারা দুজন খাগড়াছড়িতে কোর্ট ম্যারেজ করেন। ২২ ডিসেম্বর বেলছড়ির নিজ গ্রামে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ে তার স্বামীর সঙ্গে পাকিস্তানে চলে যাবে। এজন্য পাসপোর্ট ও ভিসা পাওয়ার কাজ চলছে। ততদিন পর্যন্ত ভিনদেশি জামাই শ্বশুরবাড়িতেই থাকবেন।’
পাকিস্তানি যুবক আলীম উদ্দিন বলেন, ‘তাহমিনার সাথে আমার প্রেমের সম্পর্ক ও বাংলাদেশে এসে বিয়ে সব কিছুই আমার পরিবার জানে। তাদের সম্মতিতেই বিয়ে করেছি।’
তিনি আরও বলেন, ‘তাহমিনা আমাকে বাংলায় কথা বলা শিখিয়েছে। তাই অল্প কিছু বাংলা বলতে ও বুঝতে পারি।’
মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘পাকিস্তানি নাগরিক প্রেমের টানে মাটিরাঙ্গায় এসেছেন। তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেজন্য আমরা তার ওপর নজর রাখছি।’
thebgbd.com/NA